৮ শিক্ষার্থীকে বহিস্কার: অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে যবিপ্রবিতে নিরাপত্তা জোরদার

|

অসদাচরণের অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থীকে বহিস্কারের জেরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ক্যাম্পাসে পরিচয়পত্র এবং তল্লাসী ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এই নিয়ম থেকে বাদ পড়ছেন না ভিসিসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারাও।

গত ২০ এপ্রিল র‍্যাগিং বিরোধী পোস্টার ছেঁড়াসহ অসদাচরণের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়রা আজমিরা এরিনসহ তিন শিক্ষার্থীকে আজীবন ও পাঁচজনকে এক বছরের জন্য বহিস্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া এক ছাত্রীকে হেনস্তা করায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের কর্মচারী রকিব রহমানকেও চাকুরিচ্যুত করে কর্তৃপক্ষ।

যমুনা অনলাইন/ইএ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply