সাত বছরে হামের টিকা পায়নি প্রায় সতেরো কোটি শিশু

|

বিশ্বজুড়ে গেলো সাত বছরে হামের টিকা পায়নি কমপক্ষে ১৬ কোটি ৯০ লাখ শিশু। বুধবার, ইউনিসেফের বার্ষিক প্রতিবেদনে উঠে আসে এ ভয়াবহ তথ্য।

এ তালিকার শীর্ষে যুক্তরাষ্ট্র; গেলো সাত বছরে দেশটিতে টীকা পায়নি দুই কোটি ৬০ লাখের মতো শিশু। যার ফলে, চলতি বছরের প্রথম তিন মাসেই দেশটিতে প্রায় ৭শ’হামের রোগীকে শনাক্ত করা হয়; এদের বেশিরভাগ শিশু।

মার্কিন রোগ নিয়ন্ত্রক সংস্থা- সিডিসি এক বিবৃতিতে জানিয়েছে, গেলো বছরের তুলনায় এই পরিসংখ্যান কয়েকগুণ বেশি। উপযুক্ত উদ্যেগ গ্রহণ না করলে, সেটি দীর্ঘমেয়াদে প্রভাব ফেলবে বলেও জানায় সংস্থাটি।

এদিকে ইউনিসেফের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ফ্রান্স; দেশটিতে ৬০ লাখ শিশু পায়নি হামের টিকা।

ব্রিটেনে পাঁচ লাখ ২৭ হাজার, নাইজেরিয়ায় চার লাখ এবং ভারতে এই সংখ্যা ৩ লাখের মতো।

যমুনা অনলাইন/ইএ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply