প্রধান বিচারপতি পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পৌঁছায়নি: ওবায়দুল কাদের

|

পারিবারিক সূত্র দিয়ে বিভিন্ন গণমাধ্যেমে খবর প্রকাশিত হয় যে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন প্রধান বিচারপতি এস কে সিনহা।  এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ সকালে বলেন, প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন কিনা তা এখন পর্যন্ত নিশ্চিত নই, তবে যতটুকু জানি তাঁর পদত্যাগ পত্র এখনও রাষ্ট্রপতির কাছে পৌঁছায়নি।

এদিকে ছুটি শেষে আজ প্রধান বিচারপতির প্রথম কর্ম দিবস কিন্তু প্রধান বিচারপতি এসকে সিনহা ছুটি বাড়ানোর আবেদন করেননি। এনিয়ে শুক্রবার রাতে গণমাধ্যমকে আইনমন্ত্রী আনিসুল হক বলেন,  প্রধান বিচারপতি ছুটি বাড়ানোর আবেদন করেননি, তাই আজ শনিবার থেকে অনুপস্থিত হিসেবে গণ্য হবেন।  তিনি বলেন, সংবিধান অনুযায়ী আবদুল ওয়াহহাব মিঞা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্বে থাকবেন। এক মাসের ছুটি নিয়ে গত ১৩ অক্টোবর রাতে অস্ট্রেলিয়ায় যান প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির ইচ্ছা অনুযায়ী ১০ নভেম্বর পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছিলো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply