ঠাকুরগাঁওয়ে বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি নিহত

|

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার দনগাঁও সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে সুমন নামের এক বাংলাদেশি নিহত হয়েছে। সোমবার ভোরে ভারতের বসতপুর ক্যাম্পের বিএসএফ জোয়ানরা গুলি চালায়। নিহত সুমন হরিপুরের ৫নং ডাঙ্গীপাড়া গ্রামের সফিকুল ইসলামের ছেলে।

এলাকাবাসির বরাত দিয়ে হরিপুর থানার ওসি আমিরুজ্জামান জানান, সোমবার ভোরে সুমন সহ আরো বেশ কয়েকজন গরু ব্যবসায়ী হরিপুর দনগাঁও সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করছিলো। এসময় ভারতের বসতপুর ক্যাম্পের বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

সুমন গুলি বিদ্ধ হয়ে হরিপুরে ফিরে আসে। সেখানে ভাঙ্গামুনি বাশঝাড়ের পাশে তার মৃত্যু হয়। সকালে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে বিজিবির সহায়তায় পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এন এম সামীউন্নবী চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, হরিপুরে বিএসএফ এর গুলিতে নিহত ব্যাক্তির লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে
প্রেরণ করা হয়েছে। সীমান্তে হত্যা বন্ধে ও গুলি চালানোর প্রতিবাদ জানিয়ে বিএসএফ কে চিঠি দেয়া হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply