সড়কের মাঝে বৈদুতিক খুঁটি; ফায়ার সার্ভিসের গাড়ি যেতে না পারায় পুড়লো ১০টি ঘর

|

সড়কের মাঝে বৈদুতিক খুঁটি থাকায় সময়মতো পৌছাতে পারেনি ফায়ার সার্ভিসের গাড়ি। আর সেই বিলম্বের কারণে পুড়ে শেষ হয়ে যায় মাদারীপুরের শিবচরে ১০টি ঘর। ৩০ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে।

জানা যায়, রবিবার রাতে জেলার শিবচর উপজেলার পাচ্চর ইউনিয়নের হোগলার মাঠ ঢালীকান্দি গ্রামে তোতা ঢালীর গরুর ঘরের মশার কয়েল থেকে আগুন লাগে। খবর পেয়ে শিবচর ফায়ার স্টেশনের ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলের উদ্দেশে যাত্রা করে।

ফায়ার সার্ভিসের গাড়িটি ওই গ্রামে পৌছলে শহীদ হোসেন উচ্চ বিদ্যালয়ের সড়কের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি থাকায় বাধা পায়। পরে গাড়িটি বিকল্প সড়ক দিয়ে ওই বাড়িতে পৌছায়। তবে ততক্ষনে সবশেষ হয়ে যায়।

অগ্নিকান্ডে মোতালেব ঢালী, তোতা ঢালী, ইদ্রিস ঢালীর ৪টি বসতঘরসহ ১০টি ঘর পুড়ে যায়। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পাচ্চর ইউনিয়নের ইউপি সদস্য রঞ্জিত সাহা বলেন, বৈদ্যুতিক খুটিটি সড়কের মাঝখানে না থাকলে এক ক্ষয়ক্ষতি হতো না। ফায়ার সার্ভিসের গাড়িটি আগে পৌঁছাতে পারতো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply