ইউক্রেনের প্রেসিডেন্ট হলেন কৌতুকাভিনেতা জেলেনস্কি

|

ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনে ঐতিহাসিক জয় পেলেন কৌতুকাভিনেতা ভোলোদিমের জেলেনস্কি। নির্বাচন কমিশন জানায়, রাজনীতিতে একেবারেই নতুন এই প্রার্থী পেয়েছেন ৭৩ শতাংশ ভোট।

রোববার রাতেই তার জয়ের খবরে দলীয় কার্যালয়ে শুরু হয় উল্লাস-উদযাপন। সেখানে রাখা ভাষণে ৪১ বছর বয়সী ভোলোদিমের জানান, তাকে সমর্থন জানানো কেউ হতাশ হবেন না। বলেন, সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে সৃষ্টি হওয়া বাকি দেশের জন্য ইউক্রেন অনুকরণীয় হয়ে গেলো। জনগণ চাইলে, সবকিছু সম্ভব। ৪১ বছর বয়সী জেলেনস্কির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, ক্রাইমিয়া ও সীমান্ত ইস্যুতে রাশিয়ার সাথে বোঝাপড়া।

এদিকে, পেত্রো পোরোশেঙ্কো পেয়েছেন মাত্র ২৫ শতাংশ ভোটারের সমর্থন। তিনি পরাজয় স্বীকার করে নিলেও, রাজনীতি থেকে সরছেন না- দিয়েছেন এমন স্পষ্ট বিবৃতি। তিনি বলেন, রাজনীতিতে অনভিজ্ঞ সরকারের জন্যেই প্রয়োজন শক্ত প্রতিপক্ষ। প্রথম দফায় কোন প্রার্থী ৫০ শতাংশ সমর্থন নিশ্চিত করতে না পারায়, ভোট গড়ায় দ্বিতীয় ধাপে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply