বাউফলে বাড়ির আঙ্গিনায় গাঁজার বাগান!

|

পটুয়াখালী প্রতিনিধি:

সাধারণত গ্রামাঞ্চলের মানুষ নিজ বাড়ির আঙ্গিনায় ফুল, ফল ও নানার প্রকার শাকসবজি বাগান করে থাকেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো রীতিমত বাড়ির আঙ্গিনায় গাঁজা গাছের বাগান করেছেন পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের শিরিন বেগম নামের এক গৃহবধু। শিরিন ওই গ্রামের সাগর সিকদারের স্ত্রী। পুলিশ বুধবার রাত ১২টার দিকে ওই গৃহবধুকে তার বাড়ির আঙ্গিনা থেকে ১৪টি গাঁজা গাছসহ গ্রেপ্তার করেন।

সূত্র জানায়, বুধবার রাত ১২টার দিকে বাউফল থানার এস আই কামরুল হাসান ও এ এস আই মাসুদ আল বাশারের নেতৃত্বে বড় ডালিমা গ্রামের শিরিন বেগমের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় বাড়ির আঙ্গিনায় গাঁজার বাগান থেকে রীতিমত আশ্চার্য হয়ে যান পুলিশ দল। পরে আঙ্গিনা থেকে ১৪টি গাঁজা গাছ জব্দ করে অভিযুক্ত গৃহবধু শিরিনকে গ্রেফতার করা হয়।

বাউফল থানার ওসি খন্দোকার মোস্তাফিজুর রহমান বলেন, গ্রেফতারকৃত শিরিনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply