মুক্তিযুদ্ধে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য সংশ্লিষ্টদের ভূমিকা রাখার আহ্বান প্রধান বিচারপতির

|

মুক্তিযুদ্ধে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য পররাষ্ট্র মন্ত্রণলয়সহ সংশ্লিষ্টদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে ‘গণহত্যা ১৯৭১’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রধান বিচারপতি বলেন, মানসিকতায় পরিবর্তন না আসলে মামলা জট থেকে মুক্তি পাওয়া কঠিন। তিনি বলেন, দেশের মানুষের মধ্যে দোষ স্বীকার করার মানসিকতা তৈরি হলে মামলার সংখ্যাও অনেক কমে যাবে। অর্থনৈতিক উন্নতি এবং আগের তুলনায় সচেতনতা বাড়ায় মামলা করার প্রবণতা বেড়েছে বলেও জানান প্রধান বিচারপতি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply