উল্লাপাড়ায় ‘বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী’ নিহত

|

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে এক শীর্ষ মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছে। তার নাম মোস্তফা কামাল (৩২)। শনিবার মধ্যরাতে উল্লাপাড়া পৌর শহরের ঘোঁষগাতী মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত মোস্তফা কামালের বিরুদ্ধে মাদক সহ ১১ টি মামলা রয়েছে। সে পৌর শহরের কাওয়াক মহল্লার আব্দুর রশিদের পুত্র। এ সময় ঘটনাস্থল থেকে আরও ৪ মাদক ব্যবসায়ীকে মাদক সহ আটক করা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়া মডেল থানা পুলিশের একটি দল পৌরসভার ঘোষগাঁতী এলাকায় মাদক বিক্রির সংবাদ পেয়ে অভিযান চালায়। এ সময় টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশ কে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

এ সময় পুলিশের গুলিতে মাদক ব্যবসায়ী মোস্তফা কামাল গুলিবিদ্ধ হয়। দ্রুত তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৮০ পিছ ইয়াবা ও ২১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

আটক অপর মাদক ব্যবসায়ীরা হল- ঘোঁষগাতী মহল্লার সনি আহমেদ (৩৫) সেলিম রেজা (২৪), সজীব কুমার সাহা ওরফে গনেস (২৪),সঞ্জয় চন্দ্র সাহা (১৯)।

উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দেওয়ান কউশিক আহমেদ ‘বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী’ নিহত ও আটকের তথ্য নিশ্চিত করেন।

যমুনা অনলাইন: আরএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply