কানাডায় পাহাড় ধ্বসে তিন পর্বতারোহী নিখোঁজ

|

কানাডার হাউসি পর্বতে আরোহণ করতে গিয়ে পাহাড় ধ্বসের কবলে পড়ে তিন পর্বতারোহী নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে তারা তিনজনই এই ধ্বসে নিহত হয়েছেন ।

নিখোঁজ তিন পর্বতারোহী হলেন অস্ট্রিয়ার ডেভিড লামা ও হান্সজার্গ আউর এবং যুক্তরাষ্ট্রের রসকেলি।

ন্যাশনাল পার্কের কর্মীরা সেখানে গিয়ে তাদের পর্বতারোহণের জিনিষপত্র ও তাবুর ধ্বংসাবশেষ খুজে পায়। তবে আবহাওয়া খারাপ থাকার কারণে তাদের উদ্ধারের জন্য কোনরকম চেষ্টা চালানো যায়নি।

বরং এই পরিবেশে উদ্ধার তৎপরতা চালাতে গেলে আবার ধ্বসের সম্ভাবনা থাকার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

এই পর্বতারোহীরা হাউসি পিকের পূর্ব দিক থেকে চূড়ায় উঠার সময় ধ্বসের কবলে পড়ে নিখোজ হয়। পর্বতারোহীদের কাছে এই দিকটি কঠিন পাথর ও বরফের সংমিশ্রণে একটি দুর্ভেদ্য অঞ্চল বলে পরিচিত। সাধারণত খুব দক্ষ পর্বতারোহীরা ব্যতীত ঐ দিক দিয়ে কেউ চূড়ায় আরোহণের চেষ্টা করেনা।

বা থেকে রসকেলি, ডেভিড লামা ও হান্সজার্গ আউর

অন্যদিকে তাদেরকে স্পন্সর করা প্রতিষ্ঠান বলেছে তারা পর্বতারোহীদের পরিবার ও তাদের কমিউনিটিকে সাহায্য করার সবরকম চেষ্টাই করে যাচ্ছে।

নিরাপত্তা বিশেষজ্ঞ স্টিভ হোলসি বলেন তাদের এই চয়েজটি ছিল খুবই বিতর্কিত। তিনি আরো বলেন, ধ্বসের পরিমাণ একটি বিল্ডিংকে ধ্বংস করে দেয়ার মতো যথেষ্ট শক্তিশালী ছিল।

কানাডার আলবাট্রা প্রদেশে বান্ফ ন্যাশনাল পার্কে অবস্থিত হাউসি পিক প্রায় ৩,২৯৫ মিটার (১০,৮০০ ফুট) উচু।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply