ব্রেক্সিটে অযথা কালক্ষেপণের ব্যাপারে হুঁশিয়ারি থেরেসা মে’র

|

২০১৯ সালের ২৯ মার্চ রাত ১১টায় ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হতে চায় যুক্তরাজ্য। বৃহস্পতিবার হাউজ অফ কমন্সে উঠতে যাওয়া বিলে এই তারিখ প্রস্তাব করা হয়। ব্রাসেলসে’র সময়ের সাথে মিল রাখতে যেয়েই এক্সিট এক ঘণ্টা পিছিয়ে দেয়ার কথা বলা হয়।

একই সাথে হাউজ অব কমন্সে ওঠার আগে বিলটি খতিয়ে দেখতে আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী থেরেসা মে। অযথা কালক্ষেপণের ব্যাপারেও হুঁশিয়ার করেন তিনি।

তবে বিলে কোন পরিবর্তন বা সংস্কার আনার ক্ষেত্রে এমপিদের পরামর্শ আমলে নেয়ার আশ্বাসও দেন মে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, মসৃণভাবে ব্রেক্সিট কার্যকর করতে সবার ঐক্যবদ্ধ থাকা জরুরি। এর আগে ব্রেক্সিট বিলে ৩০০ সংশোধনী আর ৫৪টি নতুন ধারা যুক্ত করার প্রস্তাব দিয়েছিলেন পার্লামেন্ট সদস্যরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply