কণ্ঠশিল্পী সুবীর নন্দী লাইফ সাপোর্টে

|

জনপ্রিয় কণ্ঠশিল্পী সুবীর নন্দী অসুস্থ হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি রয়েছেন। তার পরিবারের ঘনিষ্ট সঙ্গীত শিল্পী দিনাত জাহান মুন্নী জানিয়েছেন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে ।

গতকাল রাতে শ্রীমঙ্গল থেকে ট্রেনে ঢাকায় ফেরার পথে তিনি অসুস্থ বোধ করেন। তাকে সরাসরি সিএমএইচে নেয়া হয়। হাসপাতালে নেয়ার কিছু সময় পর তার হার্ট অ্যাটাক হয়। এতে হৃদস্পন্দ প্রায় তিন মিনিট বন্ধ ছিলো। তাকে ৭২ ঘন্টা অবজারভেশনে রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছেন সুবীর নন্দী। এছাড়া বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন দেশবরণ্য এ শিল্পী। দীর্ঘ ৪০ বছরের ক্যারিয়ারে সুবীর নন্দী গেয়েছেন আড়াই হাজারেরও বেশি গান। বেতার থেকে টেলিভিশন, চলচ্চিত্রেও উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান।

চলচ্চিত্রে প্লেব্যাক করে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি। আর চলতি বছরে সংগীতে অবদানের জন্য বাংলাদেশ সরকার সুবীর নন্দীকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply