হারিরিকে বন্দী করে রেখেছে সৌদি আরব: লেবানন

|

লেবাননের সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী সাদ হারিরিকে সৌদি আরবে বন্দী করে রাখা হয়েছে বলে দাবি করেছেন লেবানন সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা।

বার্তা সংস্থা রয়টার্স লেবানন সরকারের এক কর্মকর্তার বরাতে আজ বৃহস্পতিবার জানিয়েছে, হারিরিকে দেশে ফিরিয়ে দিতে সৌদি আরবের ওপর চাপ প্রয়োগে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করবে বৈরুত।

তবে সৌদি সরকার এবং সাদ হারিরির ঘনিষ্টজন লেবানন সরকারের এমন দাবি অস্বীকার করেছেন। যদিও এ বিষয়ে এখনো হারিরির নিজের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত শনিবার সৌদি আরবে এসে হুট করে পদত্যাগের ঘোষণা দেন লেবানিজ প্রধানমন্ত্রী। তাকে হত্যার ষড়যন্ত্রের মুখে নিরাপত্তাহীনতার কারণে এই পদত্যাগ বলে জানান তিনি। বিশ্লেষকদের ধারণা, ইরান-সৌদি আঞ্চলিক দ্বন্দ্বের জেরে রিয়াদের চাপের মুখে জোট সরকার ছাড়তে বাধ্য হয়েছে মিত্র হারিরি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply