রাফি হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের কাউকে ছাড় দেয়া হবে না: প্রধানমন্ত্রী

|

ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যায় যারা জড়িত তাদের কাউকে ছাড়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বিকালে গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর বৈঠকে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, যারা মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করে তাদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী বাহিনীর পাশাপাশি রাজনীতিবিদদের সজাগ থাকতে হবে। নারীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বিএনপি-জামায়াতই আগুন দিয়ে মানুষ পোড়ানোর পথ দেখিয়ে গেছে। বাংলা নতুন বছর উপলক্ষে প্রধানমন্ত্রী দেশবাসীকে শুভেচ্ছা জানান। নতুন বছরে জনগণের যাত্রা শুভ হবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply