বন্যা মোকাবেলায় সরকারের উদ্যোগ নেই: খালেদা জিয়া

|

বন্যায় জনজীবন বিপর্যস্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

এক বিবৃতিতে তিনি বলেন, উজানে ভারতের গজলডোবা ব্যারেজের গেট খুলে দেয়ায় তিস্তা নদীর পানি এখন বিপৎসীমার সর্বকালের রেকর্ড ভঙ্গ করেছে। উত্তরাঞ্চলের বেশ কয়েকটি নদীর দুই তীরের বিস্তীর্ণ এলাকার মানুষের জীবন-জীবিকা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। অথচ বন্যার ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে সরকারের কার্যকর কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ করেন খালেদা জিয়া।

দলের নেতাকর্মী ও স্বচ্ছল মানুষকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান বিএনপি চেয়ারপারসন।

যমুনা টেলিভিশন: টিএফ/এফআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply