গ্রামে পৌছেছে মাদ্রাসা ছাত্রী নুসরাতের মরদেহ

|

ফেনী সোনাগাজীতে নিজ গ্রামে পৌছেছে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির মরদেহ।

বিকেল সোয়া ৫টার দিকে লাশবাহী এ্যাম্বুলেন্সে করে মরদেহ তার নিজ বাড়িতে পৌছে। এসময় তাকে বিদায় জানাতে বাড়ির চারপাশে ভীড় করে হাজার হাজার মানুষ। সকলেই অশ্রুসিক্ত নয়নে তার অপেক্ষায় প্রহর গুণতে থাকে।

রাফির লাশ তার বাড়িতে পৌছালে সকলেই একনজর তাকে দেখতে ভীড় করে। তার বন্ধুবান্ধব, প্রতিবেশী ও পরিবারের লোকজনের কান্নায় ভারী হয়ে উঠে আকাশ।

উল্লেখ্য গত ৬ এপ্রিল সকালে আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় যান নুসরাত জাহান রাফি। মাদ্রাসাছাত্রী তার বান্ধবী নিশাতকে ছাদের ওপর কেউ মারধর করছে, এমন সংবাদে তিনি ছাদে যান। সেখানে বোরকাপরা ৪-৫ জন তাকে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে করা শ্লীলতাহানির মামলা তুলে নিতে চাপ দেয়।

অস্বীকৃতি জানালে তারা রাফির গায়ে আগুন দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় সোমবার রাতে অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ও পৌর কাউন্সিলর মুকছুদ আলমসহ আটজনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামলা করেন অগ্নিদগ্ধ রাফির বড় ভাই মাহমুদুল হাসান নোমান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply