পুঁজিবাজারে স্থিতিশীলতা আনতে বিনিয়োগকারীদের বিক্ষোভ

|

পুঁজিবাজারে স্থিতিশীলতা আনতে টানা চতুর্থ দিন বিক্ষোভ করেছেন, ক্ষুদ্র বিনিয়োগকারীরা। এ সময় তারা, প্লেসমেন্ট বাণিজ্য বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা বলেন, বাজার স্থির না হওয়া পর্যন্ত উদ্যোক্তাদের শেয়ার বিক্রি বন্ধ করতে হবে।

বাজারে পুঁজির যোগান দিতে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। অভিযোগ করেন, বাজার পরিস্থিতি উন্নয়নে এখনও উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়নি, নিয়ন্ত্রক সংস্থা। অথচ ক্ষুদ্র বিনিয়োগকারীরা প্রতিদিনই তাদের তহবিল হারাচ্ছেন। এর সাথে জোর করে শেয়ার বিক্রির প্রবণতা বাড়িয়েছে, মার্চেন্ট ব্যাংকগুলোর। এ ধরণের তৎপরতা বন্ধের আহ্বান জানান, বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা। বক্তারা বলেন, ব্যাংকের বিনিয়োগ সীমা নিয়ে তৈরি হওয়া জটিলতা দ্রুত নিরসন করতে। তা না হলে বাজার সম্পর্কে ভুল বার্তা থাকবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply