‘বাংলাদেশের মানুষ কখনও পিছিয়ে থাকতে পারে না’

|

নতুন নতুন ক্ষেত্রে উৎকর্ষ সাধন ও বিনিয়োগের ক্ষেত্র তৈরি করতে গবেষকেদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের মানুষ কোন ক্ষেত্রেই পিছিয়ে থাকবে না, বর্তমান সরকারের এটাই একমাত্র লক্ষ্য বলে জানান তিনি।

বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধু ফেলোশিপ, এন এস টি ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে প্রতিযোগিতার মাধ্যমেই টিকে থাকতে হবে। তাই দেশের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য প্রয়োজন গবেষণার। আওয়ামী লীগ সরকার দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নে বিশ্বাস করে বলেই ৯৬-এ ক্ষমতায় এসে নতুন করে গবেষণায় বরাদ্দ শুরু করে বলেও জানান প্রধানমন্ত্রী। বর্তমানে দেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন দীর্ঘ দিনের গবেষণার ফসল বলেও জানান শেখ হাসিনা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply