বগুড়া বিআরটিএ’তে দুদকের অভিযান, ৪ দালালের কারাদণ্ড

|

বগুড়া ব্যুরো
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি-বিআরটিএ’র বগুড়া সার্কেল অফিসে অভিযান চালিয়ে চার দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। দুদকের জেলা সমন্বিত কার্যালয়ের সদস্যরা মঙ্গলবার দুপুরে এই অভিযান চালান। পরে আটক চার জনকে কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

দুদকের উপ-পরিচালক মনিরুজ্জামান যমুনা নিউজকে জানান, বিআরটিএ অফিসে ড্রাইভিং লাইসেন্স কিংবা গাড়ির নিবন্ধনসহ যে কোনো কাজ করতে গেলে দালালদের মাধ্যম ছাড়া হয় না-এমন অভিযোগ পেয়ে তারা অভিযান পরিচালনা করেন। অভিযানে আটক করা হয় একরামুল হক ডাবলু, আবদুল মজিদ, মাহমুদুর রহমান ও বিলাল হোসেন নামে চারজনকে। এরা দীর্ঘদিন ধরে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে বিআরটিএ’র বিভিন্ন দাফতরিক কাজ করে দিতো।
আটকের পর ওই ৪ জনকে ভ্রাম্যমাণ আদালতে নেয়া হয়। আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌলি মণ্ডল তাদের প্রত্যেককে বিনাশ্রম ১ মাস করে কারাদণ্ড দিলে তাদেরকে বগুড়া কারাগারে পাঠানো হয়।
টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply