স্কুলের ছাদ ধসে শিক্ষার্থী নিহত: ঘটনাস্থলে তদন্ত কমিটি

|

বরগুনার তালতলীতে শ্রেণিকক্ষের ছাদ ধসে শিক্ষার্থী নিহতের ঘটনায় আজ সোমবার আরও দুটি তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করছে।

প্রথমে সকালে স্থানীয় জেলা প্রশাসন গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শনে যায়। পরে যায় শিক্ষা মন্ত্রণালয় গঠিত আরেকটি দুই সদস্যের কমিটিও। তারা ঘটনা খতিয়ে দেখে তদন্ত প্রতিবেদন জমা দেবে সংশ্লিষ্ট দফতরে।

গতকাল দুর্নীতি দমন কমিশন-দুদকের তদন্ত দলও ঘটনাস্থল পরিদর্শন করে। শনিবার তালতলী উপজেলার ছোটবগীর পি. কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে ছাদের অংশ ধসে পড়লে মারা যায় তৃতীয় শ্রেণির ছাত্রী মানসুরা। আহত হয় ৫ শিক্ষার্থী। ঘটনার পরপরই সিলগালা করে দেয়া হয়েছে স্কুল ভবনটি। ২০০৪ সালে হস্তান্তর হওয়া ভবনটি কীভাবে এত তাড়াতাড়ি ব্যবহার অনুপযোগী হল, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন শিক্ষা কর্মকর্তা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply