বগুড়ায় অগ্নি-নিরাপত্তার ঝুঁকিতে থাকা ভবন সনাক্তে অভিযান

|

বগুড়া ব্যুরো
বগুড়ায় অগ্নি-নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ভবন ও মার্কেট চিহ্নিত করতে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। শনিবার এই অভিযানের অংশ হিসেবে শহরের নিউমার্কেট এলাকার একটি ভবনকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে তাতে সতর্কতার নোটিশ টানিয়ে দিয়েছেন ফায়ার ফাইটাররা।
রাজধানীতে পরপর বেশ কয়েকটি অগ্নিদুর্ঘটনার পর বগুড়াতেও অগ্নি-নিরাপত্তার ঝুঁকিতে থাকা ভবন ও এলাকা চিহ্নিত করতে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। শনিবার দুপুরে ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও ফায়ার ফাইটাররা শহরের নিউমার্কেট এলাকা পরিদর্শন করেন। এসময় অগ্নি-নিরাপত্তার ঝুঁকি থাকায় ছমির উদ্দিন নিউ মার্কেট নামের একটি মার্কেটে সতর্কতার নোটিশ টানিয়ে দেয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেয়া বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার বজলুর রশীদ যমুনা নিউজকে জানান, অগ্নিকাণ্ড ঘটলে মার্কেটের ভেতরে থাকা লোকজনের বেরুবার মতো পথ নেই ভবনটিতে। তাই এটিকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে শহর ও আশপাশের জনবহুল এলাকার ভবনগুলোতে এমন অভিযান জারি থাকবে বলেও জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply