বাঘাইছড়ির মতো ঘটনা আর না ঘটে সে বিষয়ে সতর্ক নির্বাচন কমিশন: সিইসি

|

ভবিষ্যতে নির্বাচনকে কেন্দ্র করে কেউ যাতে বাঘাইছড়ির মতো ঘটনা করতে না পারে, সে বিষয়ে সতর্ক আছে নির্বাচন কমিশন। জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

সকালে তিনি বাঘাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে একথা বলেন। নির্বাচনী দায়িত্ব পালন শেষে বাঘাইছড়িতে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নিহত ৬ জনের পরিবারকে সাড়ে ৫ লাখ টাকা, গুরুতর আহত ১৮ জনের পরিবারকে ১ লাখ এবং আহত ১৪ জনকে পঞ্চাশ হাজার টাকা করে অনুদান দেয়া হয়। নিহতদের মধ্যে মিন্টু চাকমা পোলিং এজেন্ট হওয়ায় তাকে এ দফায় কোন অনুদান দেয়া হচ্ছে না।

১৮ মার্চ দ্বিতীয় ধাপের উপজেলা ভোটের দায়িত্ব পালন শেষে ফেরার পথে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে সাত জন নিহত হয়। আহত হয় অনেকে।

টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply