মদ পান করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের রাশিয়ান নাগরিকের মৃত্যু

|

পাবনা প্রতিনিধি
মদ পান করে ঈশ্বরদীতে নির্মাণাধীন রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় আরো ৩ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকী এই তথ্য নিশ্চিত করেছেন।

মৃত রাশিয়ানের নাম দিমিত্রি (৪১)। রাজশাহীতে চিকিৎসাধীন গুরুতর অসুস্থরা হলেন মিখাইল, বারকোলভ আলেকজেন্ডার ও লোগোচেভ লেব ভ্লাদিমিরোচেভ। এরা সকলেই প্রকল্পের রাশিয়ান সাব-ঠিকাদারী প্রতিষ্ঠান ‘নিকমিথ’ কোম্পানিতে কাজ করতেন।

জানা যায়, শনিবার রাত ৮ টার দিকে প্রকল্পের আবাসন গ্রীণসিটির ৫ নং ভবনের ১২ তলার ১২১ নং ফ্লাটে উল্লেখিত ৪ জন একসাথে বসে মদ পান করছিলেন। মদ খেয়ে সকলেই পেট ও বুকের ব্যথায় অসুস্থ বোধ করে এবং একপর্যায়ে অজ্ঞান হয়ে পড়ে। পরে দ্রুত ঈশ্বরদী হাসাপাতালে ভর্তি করা হয়।

ঈশ্বরদী হাসপাতালে অবস্থার উন্নতি না হলে রাত সাড়ে আটটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাজশাহী হাসপাতালে নেয়ার পর মধ্যরাতে চিকিৎসক দিমিত্রিকে মৃত ঘোষণা করেন। অপর ৩ জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply