শিবচরে ঝড়ে ২ শতাধিক ঘর বাড়ি বিধ্বস্ত, আহত ৫

|

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
ঘূর্ণিঝড়ে মাদারীপুরের শিবচরের বাশকান্দির শেখপুর বাজারের অর্ধ শতাধিক দোকানঘর,২টি কিন্ডার গার্ডেনসহ ২ শতাধিক ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে। উপরে গেছে বিদ্যুতের খুটি বন্ধ রয়েছে উপজেলাটির বিদ্যুত সংযোগ। আহত হয়েছে ৫ জন।

জানা যায়, শনিবার গভীর রাতে জেলার শিবচর উপজেলার বাশকান্দি ইউনিয়নের উপর দিয়ে ঘূর্ণিঝড়টি বয়ে যায়। এতে মুহুর্তেই শেখ বাজারের অর্ধশতাধিক দোকানের চাল উড়ে যায়, আধা পাকা ঘরগুলোর দেয়াল ভেঙ্গে পড়ে। দোকান ঘরসহ একই ইউনিয়নের বাজিতপুর,ছলেনামাসহ বেশ কয়েকটি গ্রামের ২ শতাধিক ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে। অসংখ্য গাছ উপরে পড়ে ঘর বাড়িগুলোর ক্ষতি হয়েছে। বিদ্যুতের খুটিগুলো উপরে গেছে। ফলে বিদ্যুত বিচ্ছিন্ন রয়েছে শিবচর উপজেলা । অনেক স্থানে গাছের মগডালে ঘরের টিন ঝুলতে দেখা গেছে।

এদিকে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান এলাকা পরিদর্শন করেছেন।
টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply