পুনঃনির্বাচিত হলে পশ্চিম তীর পুরোপুরি দখল করা হবে: বেনিয়ামিন নেতানিয়াহু

|

পুনঃনির্বাচিত হলে পুরোপুরি দখলে নেয়া হবে ফিলিস্তিনের অবরুদ্ধ পশ্চিম তীর এমন ঘোষণা দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। তিনি বলেন, পশ্চিম তীরে সম্প্রসারিত ইহুদি বসতিগুলোতে ইসরায়েলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা তার পরবর্তী লক্ষ্য।

গোলান উপত্যকার পর পুরো পশ্চিম তীরের ওপর নিজেদের মালিকানা ঘোষণা করার জন্য নির্বাচন পর্যন্ত অপেক্ষা করার কথা জানান নেতানিয়াহু। ইসরায়েলের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবার। ডানপন্থিদের সমর্থন পেতে ইসরায়েল-ফিলিস্তিন সংকটকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন নেতানিয়াহু। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অবরুদ্ধ পশ্চিম তীরে বর্তমানে বাস করছে ছয় লাখ ইহুদি; ফিলিস্তিনিদের সংখ্যা মাত্র আড়াই লাখ। এছাড়া পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে আরও দু’লাখ ইসরায়েলি। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কার্যালয়ের প্রতিক্রিয়া- ইসরায়েলের অবৈধ স্থাপনাগুলোকে বৈধতা দিতে কোনো সিদ্ধান্তই যথেষ্ট নয়। গেল মাসেই অবরুদ্ধ গোলান মালভূমি অঞ্চলে ইসরায়েলের সার্বভৌমত্বের স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র।

টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply