ঈদের আগাম টিকিট শুধু কমলাপুর থেকে নয়: রেলমন্ত্রী

|

ঈদের অগ্রিম টিকিট শুধুমাত্র কমলাপুর থেকে নয়; রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে বিক্রি করা হতে পারে। এমনটা জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

শুক্রবার সকালে কমলাপুর রেলস্টেশনে সাংবাদিকদের মন্ত্রী বলেন, ঈদের সময় কমলাপুরে একসাথে বহু মানুষের ভিড় হয়, দূর্ভোগ হয়। সেটা কমানোর জন্যই এ চিন্তা করা হচ্ছে।

রেলমন্ত্রী আরো বলেন, রেলে নিজস্ব আইটি সেক্টর ডেভেলপ করা হবে। শিগগিরই নতুন লোকবল নিয়োগ দেয়া হবে। এক মাসের মধ্যে রেলের নিজস্ব অ্যাপস চালু করা হবে, যা থেকে রেলে তথ্য ও টিকিট ক্রয়সহ নানা পরিসেবা পাবেন যাত্রীরা।

সংবাদ সম্মেলনে আবারও জানান, পহেলা বৈশাখ ঢাকা-রাজশাহী রুটে নন স্টপ ট্রেন সার্ভিস কার্যক্রম শুরুর কথা। তবে ট্রেনটির নাম কী, বা ভাড়া কতো পড়বে তা এখনও নির্ধারিত হয়নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply