২ হাজার কিলোমিটার যাত্রাপথে বিমানে এক যাত্রীর জন্য ৫ বিমানবালা!

|

আস্ত একটা বোয়িং বিমানে একা একা ভ্রমণের অভিজ্ঞতা সবার হয় না। এমন সুযোগ জীবনে একবার মিলে যাওয়াও আশ্চর্যের! এমনই এক অভিজ্ঞতা হয়েছে লিথুনিয়ান স্কিনমানতাসের। গত মার্চ মাসের ১৬ তারিখ লিথুনিয়ার রাজধানী ভিলনিয়াস থেকে ইতালির বারগামো শহরে যাওয়ার জন্য বিমানে উঠেন।

২ হাজার কিলোমিটার দূরের গন্তব্যে যাওয়ার জন্য উঠে কিছুটা হতভম্ব হন তিনি। আর তো কাউকে দেখছেন না! তাহলে কি একাই তাকে নিয়ে যাবেন ১৮৮ সিটের বিমানটি! ফ্লাইট এটেন্ডেন্টকে জিজ্ঞেস করে তা-ই জানলেন। একমাত্র তাকে নিয়েই রওয়ানা দেবে বিমানটি!

মূলত ইতালির ওই শহরে যাবে বিমানটি ওখান থেকে একটি গ্রুপকে নিয়ে ভিন্ন এক গন্তব্যে যাওয়ার জন্য। ফলে বিমান কর্তৃপক্ষ শুধু ওয়ান-ওয়ে টিকেট বিক্রি করা হয়েছিল। কিন্তু স্কিরমানতাস ছাড়া আর কেউ কিনেনি টিকেট! ফলে শুধু তাকে নিয়েই যেতে হয়।

একমাত্র যাত্রী যাত্রাপথে সঙ্গী হিসেবে পেয়েছেন ৫ জন বিমানবালাকে। আর দুই পাইলট তো রয়েছেনই। স্কিনমানতাস বলেন, ‘জীবনে এমন সুযোগ একবারই পাওয়া যায়!’

সূত্র: ফক্স নিউজ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply