কাবুলে টেলিভিশন স্টেশনে আইএস’র হামলা

|

আফগানিস্তানের কাবুলের এক টেলিভিশন স্টেশনে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এতে নিহত হয়েছে দু’জন; আহত অন্তত ২০। হামলার দায় স্বীকার করেছে আইএস।

প্রত্যক্ষদর্শীরা জানায় মঙ্গলবার, দুপুরে শামসাদ টেলিভিশনের মূল ভবনে গ্রেনেড ছোঁড়া হয়। এরপরই নিরাপত্তা রক্ষীকে গুলি করে হত্যার পর ভবনের ভেতরে প্রবেশ করে সেনা ছদ্মবেশে ৩ হামলাকারী। চ্যানেলটিতে সে সময় কাজ করছিলেন শতাধিক কর্মী। অবশ্য সাথে সাথেই পাল্টা অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। কয়েক ঘন্টার অভিযান শেষে সংবাদ কর্মীদের নিরাপদে বের করে নিয়ে আসতে সক্ষমও তারা। হামলাকারীদের একজন পুলিশের গুলিতে নিহত হয়েছে বাকিরা পালিয়ে গেছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply