আন্দোলন স্থগিত, সোমবারের মধ্যে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি: ভিপি নুর

|

সোমবারের মধ্যে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি দেয়া হবে এমনটাই জানিয়েছেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ভিপি নুরুল হক নুর। আজ সকালে উপাচার্য ড. আখতারুজ্জামানের সাথে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

নুর বলেন, ন্যায় বিচারের দাবিতে ভিসির বাস ভবনে সামনে অবস্থান নিয়ে ছিলাম, ভিসির সাথে আলোচনার পর আন্দোলন স্থগিত করা হলেও,যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আগামী সোমবারের মধ্যে না হয় তাহলে আমরা কর্মসূচি গ্রহণ করবো। সাধারণ শিক্ষার্থীরা বসে থাকবে না।

এর আগে সকাল ১০টার কিছু আগে ভিসি কার্যালয়ে নুরুল হক নুর ও সাধারণ শিক্ষার্থী অধিকার পরিষদের সাথে বৈঠক করেন ঢাবি উপাচার্য। এতে উপাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক ও আন্দোলনরত শিক্ষার্থীরা।

গতকাল ফরিদ নামের এক শিক্ষার্থীকে মারধরের বিষয়ে এসএম হলে গেলে অবরুদ্ধ হয়ে পড়েন ভিপি নুরসহ শিক্ষার্থীরা। তাদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয় । নারী শিক্ষার্থীদের হেনস্তা করা হয়েছে বলেও জানান তারা।

টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply