আজও চলছে পাটকল শ্রমিকদের ধর্মঘট

|

মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া পরিশোধসহ ৯ দফা দাবি আদায়ে দেশের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোয় শ্রমিকদের ৭২ ঘণ্টার ধর্মঘট চলছে।

উৎপাদন বন্ধ রয়েছে খুলনা, চট্টগ্রাম, রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানের পাটকলগুলোয়। চট্টগ্রামের আমিন জুটমিলের সামনের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শ্রমিকরা। বন্ধ রয়েছে যান চলাচল। খুলনায় রেলপথ অবরোধ করেছেন আন্দোলনকারীরা। এতে সারা দেশের সাথে খুলনার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এছাড়া ঢাকার ডেমরা ও রাজশাহীতেও সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শ্রমিকরা। অবিলম্বে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা নেতারা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply