বহুতল ভবনে অগ্নিদুর্ঘটনা মোকাবেলায় কি ব্যবস্থা আছে জানতে চেয়ে হাইকোর্ট রুল

|

নির্বাপণ আইন আর বিল্ডিং কোড অনুযায়ি রাজধানীর বহুতল ভবনগুলোতে অগ্নিদুর্ঘটনা মোকাবেলায় কি ব্যবস্থা আছে সে বিষয়ে একটি যৌথ প্রতিবেদন চেয়েছে হাইকোর্ট।

রাজউক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন ও ফায়ার সার্ভিসকে চার মাসের মধ্যে কমিটি করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এছাড়াও, সরঞ্জাম, যন্ত্রপাতি, লোকবলসহ ফায়ার সার্ভিসের সক্ষমতা জানতে এক মাসের মধ্যে রিপোর্ট দিতে হবে ফায়ার সার্ভিসের মহাপরিচালককে। একই সঙ্গে দুই সপ্তাহের রুলও জারি করে হাইকোর্ট বেঞ্চ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত, শিক্ষা-খাদ্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা সচিবসহ দুই সিটির মেয়র, রাজউক চেয়ারম্যান আর ফায়ার সার্ভিস ডিজিকে রুলের জবাব দিতে হবে।

টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply