অটিস্টিকদের অধিকার আদায়ে সবাইকে এগিয়ে আসতে প্রধানমন্ত্রীর আহ্বান

|

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবন্ধীদের সুরক্ষায় আইন প্রণয়ন করেছে সরকার। পিছিয়ে পড়া এই জনগোষ্ঠির অধিকার আদায়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বিশ্ব অটিজম সচেতনতা দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধু আইন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নীলবাতি প্রজ্জলন করে ১২তম বিশ্ব অটিজম সচেতনতা দিবসের অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসময় অটিজম বিশেষ অবদান রাখায় অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন সফল ব্যক্তিদের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক, একটি ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।এরপর বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, অটিজম শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। প্রতিটি বিভাগে অটিজম পরিচর্যা কেন্দ্র গড়ে তোলা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। এক্ষেত্রে সরকারকে সহায়তা করার জন্য বিত্তশালীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply