চীনে দাবানল নিয়ন্ত্রণের সময় ৩০ ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু

|

চীনের সিচুয়ান প্রদেশে দাবানল নিয়ন্ত্রণের সময় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩০ ফায়ার সার্ভিস কর্মী। মঙ্গলবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় নিশ্চিত করে এ তথ্য।

জানানো হয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পার্বত্য এলাকায় দাবানল নিয়ন্ত্রণে যায় বেশ কয়েকটি দল। কিন্তু, হাওয়ার গতিপথ পাল্টে যাওয়ায় বড় ধরণের আগুন গ্রাস করে কর্মীদের। এরপরই, একটি দলের ৩০ সদস্যের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় মূল নিয়ন্ত্রণকক্ষের। পরে, জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বিশেষ একটি দল অনুসন্ধানের মাধ্যমে তাদের মরদেহ উদ্ধার করে। এলাকাটিতে দাবানল নিয়ন্ত্রণে বর্তমানে কাজ করছেন অন্তত ৭শ’ ফায়ার সার্ভিস কর্মী।

এদিকে, দুদিন পর নিয়ন্ত্রণে এসেছে সানজি প্রদেশের দাবনল। এতে কোন হতাহত না হলেও, বাস্তুচ্যুত হয়েছেন কমপক্ষে ৯ হাজার মানুষ।

টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply