ফায়ার সার্ভিসের সক্ষমতার বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন চেয়েছে হাইকোর্ট

|

অগ্নি-দুর্ঘটনা প্রতিরোধে ফায়ার সার্ভিসের সক্ষমতার বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন চেয়েছে হাইকোর্ট। ওই প্রতিবেদনে ফায়ার সার্ভিসের জনবল, যন্ত্রপাতি ও সরঞ্জাম কী পরিমাণ আছে তা তুলে ধরতে বলা হয়েছে।

আজ সোমবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়।

আগামী চার মাসের মধ্যে এ প্রতিবেদন হাইকোর্টে দাখিল করতে হবে। একইসাথে আগুনে নিহতদের পরিবারগুলোকে কেন আর্থিক সহায়তা দেওয়া হবে না, সে বিষয়ে রুলও জারি করেছেন আদালত।

একইসাথে , ঢাকার বহুতল ভবনগুলোতে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে কিনা সে ব্যাপারে যৌথ প্রতিবেদন দিতে দুই সিটি করপোরেশন, রাজউক ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে বলা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply