নাইকো মামলার চার্জ শুনানি ১০ এপ্রিল

|

ফাইল ছবি

নাইকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জ গঠনের শুনানির জন্য পরবর্তী দিন আগামী ১০ এপ্রিল ধার্য করেছেন আদালত।

সোমবার এই মামলায় পুরাতন কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে খালেদা জিয়াকে হাজির করার কথা ছিল। তবে তাকে হাজির করা হয়নি।

শুনানিতে খালেদা জিয়ার আইনজীবীদের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আগামি ১০ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করে আদালতের কার্যক্রম শেষ করেন বিচারক।

আদালতে খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার শুনানি করে বলেন, অসুস্থতার কারণে খালেদা জিয়াকে আদালতে হাজির করা হচ্ছে না। তাকে হাসপাতালে নেয়া হচ্ছে। তাই পরবর্তী তারিখ দীর্ঘ করার প্রার্থনা করছি।

নাইকো মামলার শুনানি শেষে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন বলেন, খালেদা জিয়া অসুস্থ থাকায় তাঁকে আজ আদালতে হাজির করা হয়নি। খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নিতে রাজি হয়েছেন। খালেদা জিয়াকে আজই হাসপাতালে নেয়া হবে।

শুনানি শেষে বিচারক ১০ এপ্রিল পরবর্তী তারিখ নির্ধারণ করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply