প্রশ্নফাঁস ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর কড়া নজরদারি: শিক্ষামন্ত্রী

|

এইচএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর কড়া নজরদারি আছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সকালে সিদ্ধেশ্বরী গালর্স কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান। এ সময় এসএসসির মত এই পরীক্ষাও নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

ডা. দীপু মনি বলেন, প্রশ্নপত্র তৈরি ও বিতরণ একটি বিশাল কর্মযজ্ঞ। যাতে অনেক মানুষ সম্পৃক্ত থাকেন। তারপরও প্রশ্নের সেট নিয়ে কোন ধরণের গোলযোগ হলে তা নিরসনের সর্বোচ্চ চেষ্টা করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা কোন মাধ্যমে প্রশ্নফাঁসের গুজবে কান না দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। কেউ গুজব কিংবা প্রশ্নফাঁসের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন ডা. দীপু মনি।

টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply