রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব, নিহত ৩, ব্যাপক ক্ষয়ক্ষতি

|

কালবৈশাখীর আঘাতে রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিচ্ছিন্ন হয়ে গেছে অনেক এলাকার বিদ্যুৎ লাইন। মিরপুরে গাছের ডাল এবং পল্টন ও শেওড়াপাড়ায় ইট পড়ে তিন জন নিহত হয়েছেন।

পিডিবি জানিয়েছে, সন্ধ্যার ঝড়ে চারটা গ্রিড বন্ধ হয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঝড়ের তোপে রাজধানীর অনেক এলাকার গাছ ভেঙে পড়েছে। বিভিন্ন এলাকায় ছোট-বড় বিলবোর্ডও ওড়ে গেছে। বেশিরভাগ রাস্তায় গাছের ছোট-ছোট ডাল-পাতা পড়ে রয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশ-পাশের এলাকায় বাংলাদেশের পশ্চিমাংশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply