জাল ভোটে দিতে বাধা দেয়ায় পোলিং অফিসারকে নারী প্রার্থীর থাপ্পড়

|

নোয়াখালী প্রতিবেদকঃ

উপজেলা পরিষদ নির্বাচনের ৫ম ধাপে নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নে এক পোলিং অফিসারকে থাপ্পড় ও মারধরের অভিযোগ উঠেছে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রোজিনা আক্তার রোজি (কলস মার্কা) এর বিরুদ্ধে। রোববার বিকেল সোয়া ৩টার দিকে ভোট গ্রহণ চলাকালে ফয়েজুর নেছা মহিলা দাখিল মাদ্রাসা কেন্দ্রের পঞ্চম বুথে এ ঘটনা ঘটে।

পোলিং অফিসার হুমায়ন কবির দেওয়ান অভিযোগ করে বলেন, বিকেলে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রোজিনা আক্তার রোজি লোকজন নিয়ে বুথে আসেন। এসময় তিনি জাল ভোট দেওয়ার জন্য ব্যালট পেপারের বই নিয়ে টানা হেচঁড়া করেন। এসময় তিনি (পোলিং অফিসার) প্রার্থীকে বাঁধা দিলে প্রার্থী প্রথমে তাকে থাপ্পড় মারেন ও পরে মারধর করেন।

এ বিষয়ে জানতে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রোজিনা আক্তার রোজির ব্যবহৃত মোবাইলে কল দিলে তিনি রিসিভ করে কেটে দেন এবং পরবর্তীতে আর কল রিসিভ করেননি।

কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার আবু জাফর ভূইয়া বলেন, পোলিং অফিসার হুমায়ন কবির দেওয়ান ঘটনাটি তাকে জানিয়েছেন। এ বিষয়ে কর্তৃপক্ষকে জানানো হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply