চার বিষয়ে আরো কঠোর হচ্ছে ফেসবুক

|

ইন্টারনেটের বিষয়বস্তু নিয়ন্ত্রণে প্রত্যেক দেশের সরকার এবং সেখানকার নিয়ন্ত্রক সংস্থার সক্রিয় ভূমিকা পালন করা উচিত। শনিবার, ‘ওয়াশিংটন পোস্ট’- এ প্রকাশিত এক কলামে এই আহবান জানান, ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ।

চারটি বিভাগে নতুন বিধিমালা আরোপের কথা জানিয়েছেন তিনি। সেগুলো হলো- ক্ষতিকর বিষয়বস্তুর সম্প্রচার ঠেকানো, নির্বাচনী সততা বজায় রাখা, গোপনীয়তা এবং তথ্য বহনযোগ্যতা।

কলামে তিনি আরও জানান, মার্কিন সিনেটে শুনানির সময় আইনপ্রণেতারা অভিযোগ তুলেছিলেন– ফেসবুকে সাধারণ মানুষকে অনেক বেশি বাক-স্বাধীনতা দেয়া হয়েছে। যা নিয়ন্ত্রণ করা জরুরি। সেকারণে, প্রতিষ্ঠানটিতে গঠন করা হয়েছে একটি স্বাধীন দল। যারা, ব্যবহারকারীদের দেয়া পোস্ট যাচাই-বাছাইয়ের মাধ্যমে, সেসব প্রচার করবে।

এছাড়া, ফেসবুক সংশ্লিষ্ট প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপরও কড়াকড়ি আরোপ হতে যাচ্ছে- এমন ঘোষণা দিয়েছেন মার্ক জাকারবার্গ।তিনি জানান, প্রত্যেক ওয়েবসাইটের জন্যেই এই নীতিমালা একই রাখবে ফেসবুক। কারণ, ক্ষতিকারক বিষয়বস্তুর বিস্তার রোধই মূল লক্ষ্য।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply