ডিএনসিসি মার্কেটের অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের ৫ সদস্যের কমিটি গঠন

|

২০১৭ সালে ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের পর দেয়া সুপারিশ মানা হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস; এদিকে আজকের আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, উপ পরিচালক শামীম হাসান চৌধুরীকে প্রধান করে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিবেন।

আর জানান, ৮.২৫ দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা। এরআগেও ডিসিসি মার্কেটকে ঝুকিপূর্ণ হিসেবে ঘোষণা করে ফায়ার সার্ভিস।

আজ শনিবার ভোর সোয়া ৬টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট, নৌবাহিনীর ২ টি ইউনিট ও সেনাবাহিনী যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply