বনানী অগ্নিকাণ্ড: দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস

|

বনানীর এফ আর টাওয়ারে আগুনের ঘটনায় আজ দ্বিতীয় দিনের মত উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। সকাল ৮টায় দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ভবনের ভেতরে কেউ আটকা পড়ে আছেন কিনা সেটারই খোঁজ করবেন তারা। তবে সকাল থেকে এফ আর টাওয়ারের আশেপাশে স্বজনদের খোঁজে কাউকে আসতে দেখা যায়নি। স্বজনরা বিভিন্ন হাসপাতালে তাদের আপনজনের খোঁজ করছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে ভবনটির ৯তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এ আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের নিহতের কথা নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। আহত হয়েছেন শতাধিক মানুষ।

ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করে। সেই সঙ্গে বিল্ডিংয়ের ওপর থেকে হেলিকপ্টার থেকে বালু ফেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়। এছাড়াও ল্যাডার ইউনিট (বহুতল ভবন থেকে উদ্ধারকারী সিঁড়ি), মোটরসাইকেল ইউনিট, ৫টি হেলিকপ্টার ও সেনাবাহিনীসহ বেশ কয়েকটি সংস্থা উদ্ধারকাজে অংশ নেয়। বিকাল ৫টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

যমুনা অনলাইন: আরএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply