মানবতাবিরোধী অপরাধ মামলায় নেত্রকোণার ৫ জনের ফাঁসি

|

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোণার পূর্বধলা উপজেলার পলাতক আবদুল খালেক তালুকদারসহ পাঁচ আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।  আজ বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে আসামিদের বিরুদ্ধে ২০১৭ সালের ১৯শে এপ্রিল অভিযোগ গঠন করে বিচার শুরু করে ট্রাইব্যুনাল। ২৮ জানুয়ারি এ মামলার শুনানি শেষ হয়। রায়ের জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করা হয়।

পাঁচ আসামি হলেন, শেখ মো. আব্দুল মজিদ ওরফে মজিদ মাওলানা, মো. আব্দুল খালেক তালুকদার, মো. কবির খান, আব্দুস সালাম বেগ ও নুরউদ্দিন ওরফে রদ্দিন।

মামলাটির মোট সাতজন আসামির মধ্যে আব্দুর রহমান ও আহাম্মদ আলী গ্রেপ্তারের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবস্থায় মারা যান। বাকি পাঁচজন পলাতক রয়েছেন।

আজ আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২৪০ পৃষ্ঠার সংক্ষিপ্ত রায় ঘোষণা করেন। আসামিদের বিরুদ্ধে ১৯৭১ সালে হত্যা-গণহত্যা, অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ আনা হয়েছে।
টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply