সৌদির জন্য গোপন পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

|

গোপন পরমাণু কার্যক্রম পরিচালনা করতে মিত্র দেশ সৌদি আরবের সাথে কাজ করবে যুক্তরাষ্ট্র। এ সংক্রান্ত ৬টি গোপনীয় দলিল অনুমোদন করেছেন মার্কিন জ্বালানিমন্ত্রী রিক পেরি। এর ফলে কয়েকটি মার্কিন কোম্পানি রিয়াদকে পরমাণু বিদ্যুৎ প্রযুক্তি এবং এ সংক্রান্ত নানা সহায়তা দিতে পারবে।

বুধবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অনুমোদন সংক্রান্ত নথিপত্রের একটি কপি তাদের হাতে এসেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ পেতে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং রাশিয়ার মতো দেশগুলোও আগ্রহী। এই প্রতিযোগিতায় ট্রাম্প প্রশাসন এগিয়ে থাকতে চায়। তবে শেষমেশ সিদ্ধান্ত নেবে সৌদি আরবই।

গত বছর প্রথম ডেইলি বিস্ট মার্কিন-সৌদি সম্ভাব্য পরমাণু বিদ্যুৎ চুক্তির খবর ফাঁস করে। এরপর থেকে সবকিছুই বেশ গোপনে চলছে। রয়টার্স জানিয়েছে, মার্কিন কোম্পানিগুলোর অনুরোধের কারণেই চুক্তি সংক্রান্ত সবকিছু গোপন রাখছে ট্রাম্প প্রশাসন।

অবশ্য যুক্তরাষ্ট্রেই সমালোচনা শুরু হয়েছে ট্রাম্প-বিন সালমানের এই গোপন চুক্তি নিয়ে। সেদেশে রাজনীতিকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশটিকে এই প্রযুক্তি সরবরাহ করায় শেষ পর্যন্ত ওই অঞ্চলে পরমাণু অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে।

গত বছর সৌদি যুবরাজ বলেছিলেন, যদি ইরান পরমাণু অস্ত্র তৈরি করে তাহলেও সৌদি আরবও একই কাজ করবে।

যমুনা অনলাইন/কিউএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply