ব্রেক্সিট চুক্তি পাস হলে পদত্যাগের ঘোষণা থেরেসা মে’র

|

পার্লামেন্টে ব্রেক্সিট চুক্তি পাস হলে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।

চুক্তিসহ ব্রেক্সিট কার্যকরে তৃতীয় দফা ভোটের আগে রক্ষণশীল দলের এমপিদের সাথে এক বৈঠকে এ ঘোষণা দেন তিনি।

থেরেসা মে বলেন, চুক্তিটি পাস হলে আর দায়িত্বে থাকবেন না তিনি। তবে কবে নাগাদ ক্ষমতা ছাড়তে পারেন এ বিষয়ে বিস্তারিত উল্লেখ করেননি তিনি। এর আগে ব্রেক্সিট চুক্তি বাস্তবায়নে দুই দফা ভোটে প্রত্যাখ্যাত হন থেরেসা মে।

এদিকে, বুধবার হাউজ অব কমন্সে অন্তত ৮ টি ইস্যুতে ভোট গ্রহণ হলে বিকল্প প্রত্যেকটি প্রস্তাবই প্রত্যাখ্যান করেন আইনপ্রণেতারা। নির্ধারিত ২৯ মার্চ ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া পেছাতে ইউরোপীয়ান জোটকে সময় বাড়ানোর আবেদন করেন মে।  তিন মাসের সময় চাইলেও ১২ই এপ্রিল পর্যন্ত সময় দেয়া হয় তাকে। এর মধ্যে পার্লামেন্টে চুক্তিসহ ব্রেক্সিট পাস না হলে চুক্তি ছাড়াই কার্যকর হবে ব্রেক্সিট। তৃতীয় দফা ভোটের কথা রয়েছে ১ এপ্রিল।

টিবিজেড//


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply