এবার ফেসবুকে নিষিদ্ধ হলো শ্বেতাঙ্গ জাতীয়তাবাদ

|

আগামী সপ্তাহ থেকে ফেসবুক ও ইনস্টগ্রামে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদ এবং বিচ্ছিন্নতাবাদ সমর্থিত সকল কন্টেন্ট বন্ধ করে দেবে ফেসবুক কর্তৃপক্ষ।

এর আগে কিছু শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী কন্টেন্ট ফেসবুক তার টাইমলাইনে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত রাখতো যা বর্ণবাদী কন্টেন্ট হিসেবে গণ্য করা হতোনা। কিন্তু বর্তমানে এধরণের আর কোন কন্টেন্ট ছাড়ানোর কোন সুযোগ রাখবেনা ফেসবুক।

বুধবার একটি ব্লগ পোস্টে ফেসবুক এ ঘোষণা দেয়। তারা বলে, ‘সাধারণ মানুষ ও বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে দেখা গেছে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদকে অন্যান্য ঘৃণা সৃষ্টিকারী গোষ্ঠীগুলো থেকে আলাদা করে দেখার সুযোগ নেই।’

ফলে বর্তমানে তারা তাদের টাইমলাইনে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদ সমর্থন করে এরকম কোন পোস্ট বা যে কোন কিছু আর সমর্থন করবেনা।

সম্প্রতি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে শ্বেতাঙ্গ উগ্রবাদীর হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমটির ‍উপর বর্ণবাদের দায় বর্তানোর কারণে তারা বেশ চাপে রয়েছে।

 

যমুনা অনলাইন/ইএ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply