বাংলাদেশী নির্মাণ শ্রমিকের ছবি ভাইরাল

|

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে মালয়েশিয়ায় কর্মরত এক বাংলাদেশী নির্মাণ শ্রমিকের ছবি। এরই মধ্যে ছবিটিকে ১৯৮৪ সালে প্রকাশিত ‘দ্য আফগান গার্ল’ এর ছবির সাথে তুলনা করা হয়েছে।

২১ মার্চ টুইটারে আলোকচিত্রী মাআয়েদেনমুং এই ছবিটি পোস্ট করেন। ছবিটি এখন ভাইরাল, ২৮ হাজারের বেশিবার রিটুইট হয়েছে এবং লাখখানেক লাইক পেয়েছে। কুয়ালালামপুরের ওই ফটোগ্রাফার টুইট করেছেন, ছবিটি মালয়েশিয়ার রাজধানীতে একটি নির্মাণস্থলে তোলা।

তিনি টুইট করেন, ওই ব্যক্তি খুবই লাজুক স্বভাবের। উনি জানতেনও না কোথায় তাকাতে হবে, সম্ভবত ফোন ছিল বলেই বুঝতে পারেননি। আমি অনেকবার ক্যামেরার দিকে তাকাতে বলি, এবং অনেক কয়েকটি শট নষ্ট হয়। অনেকবারের চেষ্টায় যেই ক্যামেরার দিকে তাকালেন, অবশেষে আমি ছবিটা তুললাম। কী সুন্দর দেখতে ইনি, তাই না?

ওই ছবিতে শ্রমিকের হালকা রঙের চোখের মণি, তার তাকানো এবং মুখের চিত্তাকর্ষক নানা বৈশিষ্ট্য অসামান্য এক আবেদন তৈরি করেছে। ক্যামেরার দিকে সোজা তাকিয়ে আছেন ওই ব্যক্তি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply