গাজায় জরুরি সতর্কতা জারি

|

ইসরাইল বাহিনীর হামলার পর গাজায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে দখলদার ইসরাইল বাহিনী গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক আক্রমণ করেছে। একাধিক অংশ লক্ষ্য করে চালানো এসব হামলায় ১০ জন গুরুতর আহত হয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে অনেক বসতবাড়ি। গাজার সরকারি তথ্য মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানায়।

মঙ্গলবার সকালে হামাসের কেন্দ্রীয় দফতরের বরাত দিয়ে তুর্কি সংবাদ মাধ্যম আনাদলু এজেন্সিকে জানায়, বিভিন্ন বাসভবন, নিরাপত্তা সদর দফতর, বেসামরিক স্থাপনা ও কৃষিজমি লক্ষ্য করে দখলদার বাহিনী এই হামলা চালায়।

আল-মুলতাজিম বীমা ও বিনিয়োগ সংস্থার অফিস, হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইব্রাহিম হানিয়ার সদর দপ্তর, ‘হাসুনা’ ভিলা, আন-নসর মহল্লার অন্যান্য ভবনসহ একটি ড্রাইভিং স্কুল ভবন বেশি ক্ষতির শিকার হয়েছে।

তথ্য অফিস আরও জানায়, বন্দর এলাকা খান ইউনুসের জেলেবসতি ও অন্যান্য ২০ টির মতো কৃষি এলাকায়ও ইসরাইল হামলা চালিয়েছে।

হামলা বন্ধের ব্যাপারে তেল আবিব এখনও কিছু জানায়নি। তবে নাম প্রকাশ না করে ইসরাইলে এক কর্মকর্তা হিব্রু ওয়েবসাইট ইয়াডিউত আহরোনোতকে জানান, হামাসের আচরণের ওপরই সবকিছু নির্ভরশীল করছে।

সোমবার সকালে গাজা উপত্যকা থেকে তেল আবিব রকেট হামলা করলে এর জবাবে সন্ধ্যা থেকে দখলদার ইসরায়েল বাহিনী প্রচণ্ড হামলা শুরু করে।

মিশরের মধ্যস্থতায় সোমবার রাতে ইসরাইল যুদ্ধবিরতিতে সম্মত হলেও মঙ্গলবার সকালে ফের হামলা শুরু করে ইসরাইল।

মঙ্গলবার সকাল থেকেই সীমান্তের কাছকাছি ইসরায়েলিদের লক্ষ করে রকেট হামলার শব্দ শোনা গেছে। হামাসের স্থাপনা লক্ষ্য করে হামলা শুরু করেছে ইসরায়েলি সৈন্যরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply