সারাদেশে পালিত হলো ১ মিনিট ‌’ব্ল্যাক আউট’

|

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতকে স্বরণ করে সারাদেশে পালিত হলো ১ মিনিটের ‘ব্ল্যাক আউট’। এই সময় অন্ধকারে দাঁড়িয়ে সবাই ১ মিনিটের নিরবতা পালন করে।

পাকিস্তানি সেনাবাহিনী ১৯৭১ সালে ইতিহাসে নৃশংসতম গণহত্যা চালিয়েছিল। মহান মুক্তিযুদ্ধ শুরুর আগ মুহূর্তে ২৫ মার্চের কালরাতে ‘অপারেশন সার্চলাইট’ নামে পৃথিবীর সেই নৃশংসতম গণহত্যার স্মরণে ‘ব্ল্যাকআউট’ তথা ‘নীরবতা পালন’ কর্মসূচি পালন করা হয়।

এ সময় কেপিআইভুক্ত এলাকা (জরুরি স্থাপনা) ও চলমান যানবাহন ছাড়া সারাদেশের মানুষ দাঁড়িয়ে ও সব আলো নিভিয়ে একসঙ্গে নীরবতা পালন করে।

২০১৭ সালের ১১ মার্চ জাতীয় সংসদে ২৫ মার্চকে ‘জাতীয় গণহত্যা দিবস’ হিসেবে পালনের প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়। এর পর থেকেই দিনটি জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালিত হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply