‘১ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ’

|

এইচএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি। তিনি বলেন, প্রশ্ন ফাঁস রোধে এবার ১ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ রাখা হবে। দুপুরে এইচএসসি পরীক্ষা নিয়ে এক ব্রিফিং এ এসব কথা বলেন তিনি।

মন্ত্রী জানান, কোন প্রতিষ্ঠান অনিয়ম করলে সেই কেন্দ্র বাতিলসহ শিক্ষক জড়িত হলে বরখাস্ত এবং বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান হলে এমপিও বাতিল করা হবে। এছাড়াও নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী দেখে প্রশ্নপত্র সঠিকভাবে বিতরণ করার প্রতি জোর দেন তিনি। এবছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে তবে বেড়েছে ছাত্রীদের অংশগ্রহণ। এবারে মোট এইচ.এস.সি পরীক্ষার্থী ১১ লাখ ৩৮ হাজার। দাখিল-কারিগরীসহ মোট পরীক্ষার্থী ১৩ লাখ ৫১ হাজার। পরীক্ষা শুরু হবে ১ এপ্রিল।

টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply