চালককে দণ্ড দেয়ায় বান্দরবানে যান চলাচল বন্ধ করে দিলো শ্রমিকরা

|

বান্দরবান থেকে সব ধরণের যান চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা। উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িকে ধাক্কা দেয়ায় বান্দরবানে এক ট্রাক চালককে ১৫ দিনের কারাদণ্ডের প্রতিবাদে, তারা বাস-ট্রাক চালাতে দিচ্ছে না। সকাল থেকে কর্মবিরতি পালন করছে শ্রমিকরা।

স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, রোববার বান্দরবান-চট্টগ্রাম সড়কের রেইচা এলাকায় একটি কাঠবোঝাই ট্রাক আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িকে ধাক্কা দেয়। অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান ইউএনও। পরে বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল কোর্টের মাধ্যমে চালককে ১৫ দিনের কারাদণ্ড দেন। ক্ষিপ্ত হয়ে সকাল থেকে যানচলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা। পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ পরিবহন বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply